ফটিকছড়ি ধর্মপুর শাখার পূবালী ব্যাংক পিএলসি'র গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মোহাম্মদ তারেক ফটিকছড়ি প্রতিনিধি চট্টগ্রাম
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ অক্টোবর ১৭, ০৪:২০ অপরাহ্ন

১৬ অক্টোবর বুধবার চট্টগ্রাম ফটিকছড়ি ধর্মপুর শাখার পূবালী ব্যাংক পিএলসি'র Best Financial Institutions পুরষ্কার ও AAA Rating অর্জন উদযাপন এবং  Customer Awareness, Financial Literacy ও CRM (জমা ও উত্তোলন) বিষয়ক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধর্মপুর আজাদী বাজার পূবালী ব্যাংক পিএলসি শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে এবং মোহাম্মদ সজীব খন্দকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন আজাদী বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মো: ইউছুপ বাবুল এবং সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক,গ্রাহকগণের মধ্যে বক্তব্য রাখেন  মো: এরশাদ হোসেন আশু, আবুল কাশেম,মো: মোরশেদ প্রমুখ

এসময় উপস্থিত ছিলেন, অত্র ব্যাংকের গ্রাহক গণ, আজাদী বাজারের ব্যাবসায়ী বৃন্দ,

এসময় ব্রাঞ্চ ম্যানাজার বলেন পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংক। শাখা ও কর্মকাণ্ডের বিচারে, সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর পরেই এটি বাংলাদেশের বৃহত্তম ব্যাংক। ব্যাংকটি সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে DHL- The Daily Star আয়োজিত ২০২৩ সালের  জন্য The Best Financial Award অর্জন করেছে,ব্যাংকটি পূর্ব পাকিস্তানের কয়েকজন বাঙালি উদ্যোক্তার উৎসাহে ১৯৫৯ সালে ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে এটি পূবালী ব্যাংক নামে সরকারিকরণ করা হয় এবং পুনরায় ১৯৮৩ সালে এটিকে বেসরকারিকরণ করা হয় ও নামকরণ করা হয় পূবালী ব্যাংক লিমিটেড। ব্যাংকটি বর্তমানে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে রয়েছে: বাণিজ্যিক ব্যাংকিং,ইসলামী ব্যাংকিং,এসএমই ব্যাংকিং,কার্ড পরিসেবা (ডেবিট),ভোক্তা ঋণ,
এটিএম পরিষেবা (অন্যান্য ব্যাংকের সাথে সংযুক্ত),ব্যাংকটির বর্তমানে (২০২৪) শাখার সংখ্যা ৫০৪ টি এবং উপশাখা ২২৩ টি


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework