প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের জন্য সরকারের সদিচ্ছার আহ্বান

অনলাইন ডেস্ক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ০৫:২০ অপরাহ্ন

সরকারের সদিচ্ছা এবং বিদেশি দূতাবাসগুলোর সহযোগিতা পেলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস আয়োজিত ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণ প্রক্রিয়া’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।

সেমিনারে বক্তারা অন্তর্বর্তী সরকারকে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে আন্তরিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, সরকারের সদিচ্ছা থাকলে মাত্র এক বছরের মধ্যেই প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করা সম্ভব।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্রের দাবিটি ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, অতীতের কোনো সরকারই প্রবাসীদের বিষয়টি গুরুত্ব দেয়নি।

প্রায় দেড় কোটি বাংলাদেশি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন, যাঁদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ, এই রেমিট্যান্স যোদ্ধারা ভোটাধিকারের সুযোগ থেকে বঞ্চিত। বক্তারা মনে করেন, ১২ মাসের মধ্যেই প্রবাসে বসে ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework