জুলাই-অগাস্ট মাসের বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের একাংশ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের দাবি, আন্দোলনে আহত অধিকাংশের জন্য এখনো পর্যন্ত কোনো সহায়তা বা চিকিৎসা দেয়া হয়নি এবং অন্তর্বর্তী সরকার তাদের খোঁজও নিচ্ছে না। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, আহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং সহায়তার অভাব রয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়কে বসে পড়ে। এসময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষতিপূরণের দাবি জানান।
আহতরা জানান, সাত মাস পার হলেও সরকার এখনো আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি এবং তারা শুধু দুটি ক্যাটাগরিতে আহতদের ভাগ করার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা আরও জানান, সরকারের অদূরদর্শিতার কারণে অনেকেই মরণব্যাধীতে আক্রান্ত হচ্ছেন। তারা দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে সারাদেশের আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি শুরু করবে।
মন্তব্য করুন