পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজ থেকে মুক্ত রাখতে ভাল প্রশাসকের প্রয়োজন, ব্যারিস্টার আনিস

নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ফেব্রুয়ারী ২০, ০৭:৩৪ অপরাহ্ন

হাটহাজারী পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমি দখল সহ নানা হয়রানী থেকে  মুক্ত করতে হলে একজন ভাল প্রশাসকের প্রয়োজন। এতদিন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছেন। জনগণও তেমন সুবিধা পায়নি বলে দাবি করলেও আইনের বাহিরে কিছু করার থাকে না। ভাই স্থানীয় রাজনৈতিক ব্যক্তিকে পৌর প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি তিনি পৌরসভার নাগরিকদের ন্যায্য অধিকার আদায় ও পৌরসভা উন্নয়নে নিরলস ভাবে কাজ করবেন। এ পৌরসভায় যেন কোন মাদকের আড্ডা না হয়, সন্ত্রাসের আড্ডা না, দখলবাজদের আড্ডা না হয় সেদিকে নজর রেখে কাজ করলে আমি প্রশাসকের পাশে থাকবো।

গতকাল মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) দুপরে হাটহাজারী পৌরসভার প্রশাসকের বিদায় ও নব নিযুক্ত প্রশাসকের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদ এর বিরোধী দলীয় উপনেতা চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে বিদায়ী পৌর প্রশাসক মোঃ আবু রায়হানের সভাপতিত্বে পৌরসভার সচিব বিপ্লব চন্দ্র মুহরির সঞ্চালনায় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভার নবাগত প্রশাসক মনজুরুল আলম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইউনুস গুনি চৌধুরী,হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান,হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত নুরুল আলম,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম,ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডাক্তার কামাল,হাটহাজারী পৌরসভার প্রকৌশলী বেলাল উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পৌরসভার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার পৌর প্রকৌশলী বেলাল আহমদ এছাড়া আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিফাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু,মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন খান সুমন,লাঙ্গল মোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ,গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার,চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান,হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক বাবলু দাস,হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework