পরিবেশবাদী সংগঠন এ্যাডভিশন বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা ও গ্রীন ম্যান সম্মাননা প্রদান অনুষ্ঠান


প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ Jun ০৬, ০৫:২৫ অপরাহ্ন

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে গত ৫ জুন ২০২৪ রোজ বুধবার স্থানীয় চট্টগ্রাম জামালকানস্থ প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন এ্যাড ভিশনের মহানগর কমিটির সভাপতি জনাব সাজিদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে এ্যাড ভিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিকেল তিনটায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনের চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ  সরোয়ার পিলটু ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট আওয়ামী লীগ নেতা  আলহাজ্ব মোহাম্মদ  আমজাদ হোসেন হাজারী ।প্রধান বক্তা হিসেবে  উপস্থিত ছিলেন  বিশিষ্ট কবি ও লেখক  সাংবাদিক  মোঃ কামাল উদ্দিন ও   বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  ফুলকলি জেনারেল ম্যানেজার  জনাব এম এ সবুর ,  ক্যাপ্টেন মহসিন আলম  ।

শুরুতে কোরআন তেলাওয়াতের  মধ্য দিয়ে সভা শুরু হয় । এতে স্বাগত বক্তব্য রাখেন   সংগঠনের প্রতিষ্ঠাতা  ও মহাসচিব  সঙ্গীত   শিল্পী  মাসুদ রানা  ।

এতে প্রধান অথিতি তার বক্তব্যে বলেন  দেশ ও জাতিকে  স্বচ্ছ দূষণমুক্ত  পরিবেশ গড়ে তুলতে  মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনার  দিকনির্দেশনে বাস্তবায়নে  পরিবেশ উন্নয়ন সংস্থা  এ্যাড ভিশনের বিকল্প নাই  তাই দেশের স্বার্থে  পরিবেশ রক্ষার্থে সকল মানুষের বনায়ন করা খুবই   জরুরী এবং প্রতিটি মানুষের প্রতিটি মানুষের অন্তত  দশটা করে গাছের চারা লাগানো  খুবই জরুরী ।

সোমা মুৎসুদ্দি ও তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন  সংগঠনের সভাপতি  মোহাম্মদ মাইনুল ইসলাম ,সাংবাদিক স ম জিয়াউর রহমান, সাংবাদিক রতন বড়ুয়া, মানবাধিকার নেতা হাসান মুরাদ, রুবেল দে , নূর বেগম আক্তার  নুরা, সাংবাদিক শাহ আলম সিকদার ।

অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি আলমগীর হোসেন ও কবি স্বর্না তালুকদার ।

সব শেষে পরিবেশ রক্ষায় বিশেষ অবদান রাখায় বেশ কজনকে গ্রীন ম্যান সম্মাননা প্রদান করা হয়


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework