নৈতিক স্খলনের অভিযোগে সারোয়ার তুষার দলের কার্যক্রম থেকে বিরত

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ Jun ১৭, ০৫:২১ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) এনসিপির দফতরের দায়িত্বে থাকা যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত একটি কারণ দর্শানো নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হয়েছে। এ বিষয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন তাঁর কাছ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন। তাঁকে আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদ এবং তদন্ত কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে দলের সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। এই সিদ্ধান্ত আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ নির্দেশনার ভিত্তিতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে সারোয়ার তুষার ও এক নারীর কথিত আপত্তিকর অডিও ছড়িয়ে পড়ে। এর আগেও তাঁর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল, যা নিয়ে তখনো দলের অভ্যন্তরে আলোচনা চলছিল।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework