দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ০৩, ০২:৪৭ অপরাহ্ন

দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। একজন নারীকে প্রথম বারের মত অর্থ মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়ায় প্রধানমন্ত্রীকে চট্টগ্রামবাসী ও নারী ও বীর মুক্তিুযোদ্ধাদের সংগঠনগুলোর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ওয়াসিকা আয়েশা খান মহান মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান কায়ছার ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নিলুফা কায়ছারের সুযোগ্য মেয়ে।

 তিনি  সংরক্ষিত নারী আসন-৩১  থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য যিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 তিনি জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে প্রথমাবস্থায় নির্বাচিত অপর ৪৭ জন সদস্যের সাথে ২০১৪ সালের ১৯ মার্চ সংসদ সদস্য পদে নির্বাচিত হন।

শুক্রবার গত ১ মার্চ তিনি বাংলাদেশ সরকারের একটি সবচেয়ে গুরুত্ব অর্থ মন্ত্রনলায়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

ওয়াসিকা আয়শা খান এমপি ১৯৭১ সালের ২৪ জুলাই জন্মগ্রহণ করেন। গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ গ্রামে।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ওয়াসিকা আয়শা খান ২০১৪ সালে ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ৩১ নং সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হন। তিনি বিস্তর চিটাগাং আর্টস কমপ্লেক্স উপদেষ্টা। তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য ওকালতি করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কেও ভাইস চেয়ারপারসন। তিনি বাংলাদেশ  মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।

তিনি ২০২১ সালের জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে  চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এর ধারাবাহিকতার অংশ হিসেবে নারীদের বিভিন্নভাবে এগিয়ে যেতে সহযোগিতা করে আসছ। দক্ষিণ চট্টগ্রাম থেকে দুইজনকে প্রতিমন্ত্রী দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পুরো চট্টগ্রামবাসীকে ঋণী করে ফেলছে। যারা ৮০ দশক থেকে যে সব নারী জীবন বাজি করে রাজ পথে লড়াই সংগ্রাম করে আসছে তারাও মূল্যায়নের অপেক্ষায়। আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে থেকে ৮০ দশক থেকে কাজ করে আসছি। জীবনের শেষ সময় পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টির অপেক্ষায়।  এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন মহান মুক্তিযুদ্ধের সংগঠক সৎ মানুষের মেয়েকে অর্থ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে আমাদেরকে গর্বিত করেছে।  স্বাধীনতার পর থেকে এ যাবত কোন নারীকে অর্থ মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হয়নি। এবার প্রথম বারের মত একজন যোগ্য নারীকে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

 

 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework