ঢাকাতে ড.দীনেশচন্দ্র সেন স্বর্ণ পদক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ ফেব্রুয়ারী ২৬, ০৬:১০ অপরাহ্ন

আচার্য্য ড. দীনেশচন্দ্র সেন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত এর যৌথ উদ্যোগে দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক অর্পণ অনুষ্ঠান-২০২৪ ও দীনেশচন্দ্র সেন–সিস্টার নিবেদিতা স্মৃতি স্বর্ণ পদক অর্পণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার  সভাপঠতিত্বে ২৩ ফেব্রুয়ারি(শুক্রবার) বাংলা একাডেমি ঢাকাতে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন : সাংবাদিক ফরিদা ইয়াসমিন, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব,  সম্পাদক, দি বিজনেস আই।  
বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  উইলিয়াম প্রলয় সমাদ্দার বাপ্পি, দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ-ঢাকা মহানগর উত্তর। অধ্যাপক ড. মন্দিরা দাস, সহযোগী অধ্যাপিকা, বাংলা বিভাগ, ডুমডুমা কলেজ-আসাম, ভারত। উৎফল বড়ুয়া, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ- সিলেট, ব্যুরো প্রধান, দৈনিক ইনফো বাংলা,সিলেট।

দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক ও দীনেশচন্দ্র সেন- সিস্টার নিবেদিতা স্বর্ণপদক পেয়েছেন যাঁরা তারা হলেন জনাব মোস্তাফা জব্বার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, চেয়ারম্যান, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। মুহম্মদ নূরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি।
অধ্যাপক ড. বিমল কুমার থান্ডার, সহযোগী অধ্যাপক, জয়দেব মহাবিদ্যালয় ভারত, সাহিত্যিক ড. নাসরীন জেবিন, সাহিত্যিক সৈয়দা রুখসানা জামান শানু।  
স্বাগত ভাষন প্রদান করেন ভারত থেকে আগত আচার্য্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকন্যা সেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework