ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ২৬, ০৪:৫০ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠন আত্মপ্রকাশ করছে, যার নাম রাখা হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আবু বাকের মজুমদার।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনটির ঘোষণা দেওয়া হবে। ইতোমধ্যে এই ঘোষণা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে এবং সেখানে জমে উঠেছে ছাত্রসমাজ।

আবু বাকের মজুমদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন, যার কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে।

গণতান্ত্রিক ছাত্রশক্তি এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা এই নতুন সংগঠনের নেতৃত্বে থাকবেন। এছাড়া, ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরাও এই সংগঠনে যুক্ত হচ্ছেন। এমনকি ইসলামী ছাত্রশিবিরের সাথে যুক্ত কিছু শিক্ষার্থীও নতুন সংগঠনে যোগ দিচ্ছেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে সাবেক সমন্বয়ক জাহিদ আহসানকে দায়িত্ব দেওয়া হতে পারে। তিনি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একসময় তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক ছিলেন।

এদিকে, আগামীকাল ছাত্রদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আর তার একদিন আগে এই ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework