ঢাকা , সোমবার, ২০২৫ এপ্রিল ২১, ৮ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

ড. ইউনূসের পদত্যাগের খবর ভিত্তিহীন: রিউমার স্ক্যানারের দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০২৫ জানুয়ারী ২৫, ০৫:৫৪ অপরাহ্ন
#

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন- এমন দাবিতে একটি পদত্যাগপত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, ওই চিঠি আসল নয়।

কিছু পোস্টে দাবি করা হয়, যমুনা টেলিভিশনের একজন সাংবাদিকের কাছে ড. ইউনূস পদত্যাগপত্র পাঠিয়েছেন। তবে যমুনা টেলিভিশনের কোনো সংবাদকর্মীর কাছে এমন পদত্যাগপত্র আসেনি।

রিউমার স্ক্যানার জানায়, ভাইরাল চিঠিটি সঠিক নয়। চিঠিটির প্যাড এবং ফন্টের কিছু অসঙ্গতি দেখা যায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্যাডে বাংলা মাসের তারিখ উপরে এবং ইংরেজি তারিখ নিচে থাকে, কিন্তু ভাইরাল চিঠিতে ইংরেজি ও বাংলা তারিখ পাশাপাশি রয়েছে। এছাড়া, ফন্টের ব্যবহারে পার্থক্যও লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, যমুনা টেলিভিশনের সংবাদ চ্যানেল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এই পদত্যাগের খবর প্রচারিত হয়নি। তিনি জানান, গুজব রটনাকারীরা মিথ্যা তথ্য ছড়িয়ে আসল বিষয়কে বিকৃত করার চেষ্টা করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video