ঢাকা , মঙ্গলবার, ২০২৫ এপ্রিল ২২, ৯ বৈশাখ ১৪৩২
#

জাতীয়

ড. ইউনূস: নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে গড়তে হবে নতুন বাংলাদেশ


প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ০৩:২১ অপরাহ্ন
#

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নতুন প্রজন্ম ও তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়তে হবে। রোববার (১৫ ডিসেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের রাষ্ট্রপতি রামোস হোর্তার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

এ সময় রাষ্ট্রপতি হোর্তা বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি বাংলাদেশকে পূর্ব তিমুরে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

ড. মুহাম্মদ ইউনূস আরও জানান, বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দেশে শূন্যতা তৈরি হয়েছিল এবং সেই শূন্যতা পূরণের জন্য গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার প্রত্যাশাকে সম্মান জানাতে হবে।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিগত সরকারের প্রতিহিংসা থেকে তাকে রক্ষা করতে যারা পাশে দাঁড়িয়েছিলেন, তাদের মধ্যে রামোস হোর্তা অন্যতম। আসিয়ান সদস্য হিসেবে হোর্তা রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবেন বলে আশা প্রকাশ করেন ইউনূস।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ পূর্ব তিমুরের রাষ্ট্রপতির কূটনৈতিক এবং বাণিজ্যিক সহায়তাকে কাজে লাগাতে চায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video