ড. আসিফ নজরুলের বিরুদ্ধে অপপ্রচারে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের প্রতিবাদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ০৫, ০২:৩১ অপরাহ্ন

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ড. আসিফ নজরুলের বিরুদ্ধে চলমান অপপ্রচার ও তাকে হেনস্থার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে। অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ ও মহাসচিব মুহাম্মদ মাহবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি বুধবার রাতে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনে প্রথম সারিতে ছিলেন ড. আসিফ নজরুল। বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে দেশের পুনর্গঠনে তিনি নিরলসভাবে কাজ করছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তার কাজকে প্রশ্নবিদ্ধ করতে এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “বিগত সরকারের দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছিলেন, ড. আসিফ নজরুল তাদের মধ্যে অন্যতম। সরকারের সমালোচনার কারণে তিনি ছাত্রলীগের অপদস্থ ও মানসিক নির্যাতনের শিকার হলেও গণমানুষের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলেছেন।”

অ্যাসোসিয়েশন দাবি করে, “কোনো নির্ভরযোগ্য তথ্য ছাড়া কিছু গোষ্ঠী তাকে নিয়ে মিথ্যা অভিযোগ করছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের মিথ্যা অভিযোগ, জেনেভা বিমানবন্দরে হেনস্থার ঘটনা, এবং ধারাবাহিক ভিত্তিহীন তথ্য প্রচার অন্তর্ভুক্ত। এই চক্রান্তের উদ্দেশ্য অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করা এবং জাতির ঐক্য ভেঙে দেওয়া।”

তারা আরও বলে, “অপপ্রচারের মাধ্যমে ড. আসিফ নজরুলের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা যেমন দুঃখজনক, তেমনি এটি ফ্যাসিস্ট সরকারের অন্যায় কর্মকাণ্ড ও গণহত্যার বিচার প্রক্রিয়া ব্যাহত করার প্রয়াস।”

অ্যাসোসিয়েশন সবাইকে আহ্বান জানায়, বানোয়াট তথ্য ও অপপ্রচারে যুক্ত না হয়ে সত্য ও নৈতিকতার পক্ষে অবস্থান নিতে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework