জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ডা. আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২০ Jun ২৯, ১০:৪৭ অপরাহ্ন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আবদুল্লাহ । তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। প্রথম আলো জানায়, গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক মোহাম্মদ শওকত আলী আরমানের বরাত দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম বলেছেন, আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডা. এ বি এম আবদুল্লাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে যান। এ সময় তিনি জাফরুল্লাহর শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নেন। জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে এ বি এম আবদুল্লাহ নিয়মিত খোঁজ নেবেন বলে শওকত আলীকে জানান। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৯ মে থেকে জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখন করোনামুক্ত। তবে শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ নন। জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework