ঢাকা , সোমবার, ২০২৫ মার্চ ৩১, ১৭ চৈত্র ১৪৩১
#

জাতীয়

জাতিসংঘের প্রতিবেদনে শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলি চালানোর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২০২৫ ফেব্রুয়ারী ১২, ০৪:০৭ অপরাহ্ন
#

জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে বলা হয়েছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ২০২৩ সালের জুলাই-আগস্টে অভ্যুত্থান ঘটানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি চালিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদনটি আজ, বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়, জেনেভায় প্রকাশিত হওয়ার কথা। তবে বিভিন্ন মাধ্যমে এসব তথ্য ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯ জুলাইয়ের একটি বৈঠকে শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার করে মেরে ফেলতে এবং গুম করতে নির্দেশ দিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নিয়ে তৈরি হয়েছিল কোর কমিটি। ২০ জুলাই থেকে তারা নিয়মিত বৈঠক করতেন।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়কালে প্রায় ১ হাজার ৪শ মানুষ নিহত এবং ১১ হাজার ৭শ মানুষ আহত হতে পারে। তদন্ত কমিটি এও জানিয়েছে যে, নিরস্ত্র নাগরিকদের ওপর এসকেএস, ‘টাইপ ফিফটি-সিক্স’ এবং ‘বিডি-জিরো এইট’ বন্দুক দিয়ে গুলি চালানোর প্রমাণ পাওয়া গেছে। ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে নেওয়া হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video