ঢাকা , শনিবার, ২০২৪ এপ্রিল ২৭, ১৪ বৈশাখ ১৪৩১
#

জাতীয়

আজ রবিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।

চসিকের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ মার্চ ০৩, ০৬:২৯ অপরাহ্ন
#
উচ্ছেদ অভিযানে নেতৃত্বে দিচ্ছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৈতী সর্ববিদ্যা

চসিকের চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজ রবিবার চট্টগ্রাম ষ্টেশন রোড, নগরীর নিউ মার্কেট এলাকা , রেয়াজুদ্দিন বাজার , সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ রবিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।
গত ৮ ফেব্রুয়ারি হকার উচ্ছেদ অভিযান চালান চট্টগ্রাম সিটি কর্পোরেশন । আজ দুপুর২টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে বিকেল ৪টা পর্যন্ত চলে। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ, শ্রমিকসহ বিপুলসংখ্যক চসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা অংশ নেয়।
এ বিষয়ে চসিক মেয়রের একান্ত সচিব আবুল হাশেম বলেন বলেন বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছে। আবুল হাশেম আরো বলেন, আমরা হকারদের ব্যাপারে রেলওয়ের সাথে কথা বলছি । পথচারীদের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের উচ্ছেদ অভিযান।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video