ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৬ ভাদ্র ১৪৩২
#

জাতীয়

এক যাত্রীর ব্যাগ হতে ১৬১৯ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার


প্রকাশিত : বুধবার, ২০২৪ ফেব্রুয়ারী ২১, ০৬:১০ অপরাহ্ন
#

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে FZ-0563 ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়।

চট্টগ্রামরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, ওই ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ হতে ১৬১৯ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। যাত্রীর ব্যাগে থাকা বড় একটি তালার ভেতরে এবং ইলেকট্রনিক্স চার্জ লাইটের যে ব্যাটারি থাকে সেই ব্যাটারির ভেতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে স্বর্ণ লুকিয়ে আনে।

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সকাল ৯টা ৪৮ মিনিটে অবতরণ করে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video