গুমের শিকার ৩৩০ জনের বেঁচে থাকার সম্ভাবনা কম: তদন্ত চলছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ মার্চ ০৪, ০২:০৩ অপরাহ্ন

গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। তাদের বর্তমান অবস্থা অনুসন্ধান চলছে বলে তিনি জানান।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে গুলশান এভিনিউতে কমিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মইনুল ইসলাম চৌধুরী জানান, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি গুমের ঘটনায় জড়িত থাকেন, তবে সেটি তাদের ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য পুরো বাহিনীকে দায়ী করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, কমিশনে এখন পর্যন্ত ১,৭৫২টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১,০০০টি অভিযোগের নথিপত্র যাচাই করা হয়েছে, এবং ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৪৫ জন কর্মকর্তার বক্তব্যও গ্রহণ করেছে কমিশন।

কমিশনের সভাপতি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক ১,০৬৭ জন বাংলাদেশির একটি তালিকা পাওয়া গেছে, যা গত দুই-আড়াই বছরের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এই তালিকার মধ্যে গুমের শিকার কোনো ব্যক্তির নাম রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে তা কমিশনে পাঠানো হবে বলে লিখিতভাবে জানানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework