গণহত্যার তথ্য ধামাচাপায় ইন্টারনেট বন্ধের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১৯, ০২:৪০ অপরাহ্ন

জুলাই-আগস্ট গণহত্যার সময় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, যা বাস্তবায়ন করেন তৎকালীন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তাজুল জানান, পলক তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। তার দাবি, এটি গণহত্যার তথ্য ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল।

এদিকে, মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।

চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। আগামী ২০ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework