কিছু অঘোষিত নিয়ম আত্মবিশ্বাস কেড়ে নেবে: মেহজাবীন

বিনোদন ডেক্স
প্রকাশিত : শনিবার, ২০২৪ Jun ২২, ০২:২১ অপরাহ্ন

ঈদুল আজহা উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনে মুক্তি পেয়েছে মেহজাবীন চৌধুরীঅভিনীত টেলিফিল্ম ‘তিথিডোর’। জাহান সুলতানার লেখা টেলিফিল্মটিপরিচালনা করেছেনভিকিজাহেদ।এতে আত্মহত্যার প্রবণতায় ভোগা নিশাত নামের এক মেয়ের চরিত্রেঅভিনয় করেছেন মেহজাবীন।
নাটকটি মুক্তির পরই সামাজিক মাধ্যমে আলোচনাহচ্ছে, প্রশংসাকুড়াচ্ছে মেহজাবীনের অভিনয়। এবার নাটকটি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী, নাটকটি তিনি উৎসর্গ করেছেন ত্রিশবাএর ঊর্ধ্ব বয়সীনারীদের।
লেটটুয়েনটিজএবং ৩০ এরঊর্ধ্বে যেইনারীরাআছেনতাদেরকাজটিউৎসর্গ করে মেহজাবীন লেখেন, আপনারবয়স ৩০ মানেই আপনার অন্ততএকটামনভাঙারগল্পআছে। হঠাৎএকদিনদেখবেন যে মানুষটাএকসময়আপনাকেকষ্ট দিয়েছে, সেইমানুষটাঅথবা সেইমানুষগুলোঅনেকভালোআছে। আরআপনারতখনমনেহবেদিস ইজ নট ফেয়ার।
তিনি লেখেন, আমাদেরসবারজীবনেইএমনএকটিমুহূর্ত এসেছেযখনআমরা ভেবেছিআর বেঁচে থেকে লাভকি? তারওপরআপনিযদি একজন ৩০ বছরেরঅবিবাহিতনারীহনতাহলে তোআরকথাইনাই। আপনিজীবিত থাকলেওকিছুঅঘোষিতনিয়মআপনারআত্মবিশ্বাস কেড়ে নেবে।
মেহজাবীনআরও লেখেন,‘ডিপ্রেশনইসরিয়েল, আমাদেরআশপাশেঅনেকেই এই রোগেভুগছেনকিন্তু তারাহয়তোনিজেরাইজানেননা। ডিপ্রেশনের কোনো স্পেসিফিকসিম্পটম নেই, চোখের দেখায় বোঝাযায়নাএবংএইকরণেইআমাদেরপ্রিয়জনদেরআচরণেযদি পরিবর্তন দেখাযায়কিংবা অস্বাভাবিকলাগেতাহলেতার সঙ্গে মনখুলেকথাবলার চেষ্টাকরুনএবং ডাক্তারি পরামর্শ নিতেসহযোগিতাকরুন।
‘তিথিডোর’নিয়েএরআগে মেহজাবীনজানিয়েছিলেন, আত্মহত্যার প্রবণতায় ভুগছেন এমনএকজন মানুষ নিশাতকে ঘিরেই এই নাটকেরগল্প। গল্পটা এই সময়েরজন্য উপযোগীএকটিগল্প। আত্মহত্যা করার প্রবণতা যাদের মধ্যে থাকে, তাদের কারণে সমাজে এবংপরিবারের ওপর যে প্রভাবপড়ে, তাতুলেধরার চেষ্টাকরাহয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework