ঢাকা , বৃহস্পতিবার, ২০২৫ সেপ্টেম্বর ১১, ২৬ ভাদ্র ১৪৩২
#

জাতীয়

কবির কবিতায় সমাজের নানা নিপীড়ন, শোষণ, সমাজের বাস্তব চিত্র আর সমাজ উন্নয়নে যে সচেতনতার বার্তা রয়েছে তাহা সমাজ পরিবর্তনে ভুমিকা রাখবে

একুশে-বইমেলায়-কবি-আলমগীর-হোসাইনের কাব্যগ্রন্থ বিষাদ ছুয়েছে মনের মোড়ক উম্মোচন

রতন বড়ুয়া
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ফেব্রুয়ারী ২২, ০১:০৭ অপরাহ্ন
#

গতকাল ২১  ফেব্রুয়ারী - ২৪ বিকেল  ৫ টায় অমর একুশে বই  মেলা - ২৪ মোড়ক উম্মোচন মঞ্চে  কবি  অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়ার সভাপতিত্বে কবি,শিশু সাহিত্যিক কুতুবউদ্দিন বখতেয়ারের সঞ্চালনায়  আলমগীর হোসাইনের " বিষাদ ছুঁয়েছে মন  " কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।এতে স্বাগত বক্তব্য রাখেন কবি ফারুক জাহাঙ্গীর।
মোড়ক উম্মোচনে প্রধান  অতিথি  হিসাবে  উপস্থিত   ছিলেন কবি, প্রাবন্ধিক ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম।
বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত   ছিলেন  কবি সাংবাদিক মাহবুবুল আলম রিপন,  কবি  ও শিক্ষক মুজিবুর  রহমান,কবি  ও শিক্ষক আবু সুফিয়ান ছানুবী, কবি দীপিকা  বড়ুয়া, প্রকাশক কাজী সাইফুল হক  ও  " বিষাদ ছুঁয়েছেমন  " কাব্যগ্রন্থের  রচয়িতা  কবি আলমগীর হোসাইন।

প্রধান অতিথি মোহাম্মদ  কামরুল ইসলাম বলেন, সমকালীন   সাহিত্য বা contemporary  Literature মানে  সময়ের  প্রতিনিধিত্বমূলক  রচনা, বর্তমান সময়ের ধ্বনি ও ভাষা,বর্তমানের সুর,তাল,লয় ও অনুভূতি,বাস্তব চিন্তা, বোধের প্রতিফলন যা কবির "বিষাদ ছুঁয়েছে মন " কাব্যগ্রন্থেরর প্রতিটি কবিতায় ফুটে উঠেছে।
তিনি বলেন,যে সব  কবিতার শরীর পাঠকের মনোযোগ ধরে রাখে, পাঠককে  ভাববার  ও  কল্পনার সুযোগ করে দেয়, পাঠককে  চিত্রকল্প,গল্প,চরিত্র,সময়,জীবনবোধ ও দর্শনে  মাতিয়ে  রাখে ও  পাঠক কবিতার শরীর দেখলে কাব্যলঙ্কার,চিত্রকল্প, রূপক,অনুপ্রাস,উৎপ্রেক্ষা, ও ছন্দ ইত্যাদির নানা সমাহার যখনই দেখে তখনই  যদি পাঠক আনন্দের সাগরে ভাসে,আনন্দে বিমোহিত হয় জীবনের প্রকৃত স্বাদ খুঁজে পায় তখনই কবি ও কবিতা স্বার্থক হয় কবিদের আরো  জীবন  ঘনিষ্ট কবিতা লিখা উচিত বলে তিনি মনে করেন।
তিনি আশা করেন,কবির প্রকাশিত কাব্যগ্রন্থের  কবিতা গুলো পাঠককে আন্দোলিত করবে  ও কবির  কবিতায় সমাজের  নানা  নিপীড়ন, শোষণ, সমাজের  বাস্তব চিত্র আর সমাজ উন্নয়নে যে সচেতনতার  বার্তা রয়েছে তাহা সমাজ পরিবর্তনে  ভুমিকা রাখবে। তিনি  কবির সুস্বাস্থ্য কামনা করেন ও  কাব্যগ্রন্থটি পাঠক প্রিয়তা  পাবে বলে তিনি মনে করেন।পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ, অভিনন্দন  জানান ও সকলের  উপস্থিতি,সহযোগিতার জন্য  কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

আরও খবর

Video