‘মাস্টারদার আত্মত্যাগ স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণার উৎস’

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২২ অক্টোবর ১১, ০১:১১ অপরাহ্ন

মাস্টারদা সূর্য সেনের আত্মত্যাগ চিরদিন স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে রাউজানের মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
 
এ সময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, রাউজান পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান সরকারি কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান মাস্টারদা সূর্য সেন স্মৃতি পাঠাগারের সভাপতি শ্যামল কুমার পালিত।  

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী পাঠাগারের পরিদর্শন বইতে লেখেন-

‘অদ্য ইংরেজবিরোধী আন্দোলনের একজন অগ্নিসন্তান মাস্টারদা সূর্য সেনের স্মৃতি বিজড়িত পাঠাগারে শ্রদ্ধা নিবেদন করতে পেরে অত্যন্ত আনন্দিত।  

এই বিপ্লবী মহাপুরুষ তৎকালে ইংরেজ শাসক ও শোষকদের এদেশ থেকে বিতাড়িত করার জন্য জীবনকে বাজি রেখে আন্দোলন করে এবং সশস্ত্রভাবে যুদ্ধ করে জীবন উৎসর্গ করে সারা ভারতবাসীকে স্বাধীনতার জন্য উজ্জীবিত ও অনুপ্রাণিত করে গেছেন। তাঁর আত্মত্যাগ চিরদিন স্বাধীনতাকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।  

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ’ 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework