৫ বছর পর আনোয়ারায় জামায়াতের বিজয় র‍্যালি, বিপুল জনসমাগম

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ১৭, ১১:২২ পূর্বাহ্ন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর উপজেলা জামায়াতে ইসলামির উদ্যোগে বিশাল বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর এই বিজয় র‍্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আওয়ামী সরকারের পতনের পর রাজনীতির মাঠে এই প্রথম শক্তি প্রদর্শন করে জামায়াত ইসলামি । 

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামির এই বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামির চাতরী চৌমুহনীস্থ কার্যালয় আনোয়ারা ইসলামিক সেন্টার থেকে র‍্যালিটি শুরু হয়ে আনোয়ারা সদর পুরাতন শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়।

প্রায় দুই হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় র‍্যালীটিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমীর অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

মিছিল শেষে উপজেলা জামায়াতে ইসলামির আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির সভাপতিত্বে সেক্রেটারি আবুল হাসান খোকা সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ, বায়তুলমাল সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ্, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন,  আতিক জামালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারখাইণ ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন, আনোয়ারা সদর ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, বৈরাগ ইউনিয়নের সভাপতি মিজানুল করিম শিহাব, বারশত ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুক, বরুমছড়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দীন, জুঁইদন্ডী ইউনিয়ন সভাপতি আহমদ নুর, পরৈকোড়া ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুর রশীদ, সাবেক ছাত্রশিবির নেতা হাফেজ হারুন, মামুনুর রশীদ, আনোয়ারা সদর শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ মোরশেদ, পশ্চিম শাখা সভাপতি মোহাম্মদ সাইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ২৪ এর ছাত্র- জনতার বিপ্লবের মধ্য দিয়ে মানুষ আজ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। বিগত ১৭ বছর দেশে লুটেপুটে ফ্যাসিস্ট হাসিনার দল স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিল। আজ তারা পালিয়ে বেড়াচ্ছে আর আমরা জনগণের পাশে আগেও ছিলাম এখন ও আছি । আমরা বিগত সময়ে দিনের ভোট রাতের বিরুদ্ধে ছিলাম। শুধু চেয়েছিলাম তিনি পদত্যাগ করুক কিন্তু তারা দল বেঁধে পালিয়েছে। এই বিপ্লব ছাত্র-জনতার বিপ্লব, কেউ এই বিপ্লবকে ন্যাসাৎ করতে চাইলে জনতা তার কঠিন জবাব দিবে বলে  তিনি হুঁশিয়ার করেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework