বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত "গণসংযোগ পক্ষ" কর্মসূচির অংশ হিসেবে ২১ এপ্রিল সোমবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা শাখার উদ্যোগে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে কালেমা তাইয়্যেবার দাওয়াত পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি দলীয় পরিচিতি ও দাওয়াতি উপকরণ বিতরণ করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত থেকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন ফটিকছড়ি পৌরসভা জামায়াতের সভাপতি জিয়াউল হক রুবেল, সেক্রেটারি মাওলানা তারেক হোসাইন এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নূরুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, লিম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও লন্ডন প্রবাসী মাসুদুর রহমান, সাবেক ছাত্রনেতা দিদারুল আলম, সৌদি প্রবাসী ও সাবেক ছাত্রনেতা সাহেদুল আলমসহ আরও অনেকে।
গণসংযোগ শেষে আমান বাজারে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে দাওয়াতি কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোচনা সভায় মাসুদুর রহমান বলেন, “এই দাওয়াতি কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য রাসূলুল্লাহ (সাঃ) এর প্রতিষ্ঠিত বিধান অনুযায়ী মানুষের জীবনে পুনর্বিন্যাস আনা। আমরা চাই বাংলাদেশে সৎ লোকের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক মুক্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়ে উঠুক। এই কার্যক্রমের লক্ষ্য হলো মানুষকে ইসলামের মৌলিক আহ্বান, কালেমা তাইয়্যেবা ও ইসলামী আন্দোলনের সঠিক ধারণা দেওয়া।”