চট্টগ্রামের কর্ণফুলীতে জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) কর্ণফুলী উপজেলার কলেজ বাজার আব্দুল জলিল চৌধুরী স্কুল মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিকলবাহা ক্রসিং এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালির সমাপ্তি করে। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জরো হয় শত শত নেতাকর্মী।
দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের সভাপতিত্বে ও সদস্য মো. হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মো. ওসমান।
সংক্ষিপ্ত সমাবেশে এস এম মামুন মিয়া বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একটি ছাত্র সংগঠন। রাজনীতির পাশাপাশি আমাদের পড়ালেখায় ফিরে যেতে হবে, পড়ালেখা ছাড়া ছাত্রদলে কারো স্থান নেই, মাদকাসক্তদের ছাত্রদলে স্থান নেই। জাতির ক্লান্তিলগ্নে এই ছাত্রদল দেশ ও জনগণের কথা বলে, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল আগেও সোচ্চার ছিল, ভবিষ্যতেও থাকতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সালেহ জহুর, শিকলবাহা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সোলায়মান দোভাষী, সদস্য সচিব আবু তাহের, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শফিউল করিম, জুলধা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াসিম সও, কর্ণফুলী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামীম, শফিকুল হায়দার মন্টু, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ফরহাদুল ইসলাম হৃদয়, জেলা ছাত্রদল নেতা রিফাত আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন মিশু, গাজী শহিদ, মো. আরিফ, নুরুল ইসলাম আসিফ, জালাল উদ্দীন, সাইফুল ইসলাম ওমর, রহিত শিকদার, সরোয়ার, ইমতিয়াজ, ওমর রানা, ইমন, লিয়াকত আলী, আব্দুল আজিজ, জাহেদ, তুষার, আলাউদ্দিন, আজম, কলেজ ছাত্রদল নেতা আব্দুল আল মোনায়েম, নেজাম উদ্দীন সাকিব, রোকন, তুহিন, সুমন, তাসিফ, সাগর, আবদুন নুর টিটু, তুষার, জুনায়েদ, কাজল সহ প্রমুখ ছাত্রদল নেতা।