৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ নভেম্বর ০৩, ১১:৪২ পূর্বাহ্ন

নগরের কোতোয়ালী থানাধীন ব্রয়লার এভিনিউ কলোনি থেকে ৩৫ কেজি গাঁজাসহ মো.রাসেল (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

বুধবার (২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে আবুল কালামের চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ব্রয়লার এভিনিউ কলোনির আবুল কালামের চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১২ টার দিকে অভিযান চালিয়ে মো.রাসেলকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ৩টি বস্তা থেকে ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মো.রাসেল কুমিল্লা থেকে পাইকারি দরে গাঁজা কিনে নগরের বিভিন্ন এলাকায় খুচরা মূল্যে বিক্রি করে।  তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।  


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework