২৪ ঘণ্টায় করোনায় চট্টগ্রামে শনাক্ত ২৭৬ একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ২৯, ০২:৪৮ অপরাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৭৬ জন। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৮৫ এবং শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৪৯৪ জনে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, রোববার (২৮ মার্চ) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৭৮৩টি নমুনা পরীক্ষায় ২৭৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২১৬ জন এবং উপজেলার ৬০ জন। জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৪০ জন, ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ৩৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৩ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল (আরটিআরএল) ল্যাবে ১৬ জন এবং শেভরন হাসপাতাল ল্যাবে ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৯ মার্চ) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।  

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework