চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণবার নিয়ে আত্মসাতের অভিযোগে ফেনী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শকসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী গণমাধ্যমে জানান, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে ফেনীতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়। বাকি পাঁচটি স্বর্ণবার উদ্ধারের চেষ্টা চলছে।