সুন্দরপুরে ফুটসাল ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বুধবার, ২০২৪ ডিসেম্বর ০৪, ১২:৩২ অপরাহ্ন

ফটিকছড়ির সুন্দরপুরে ফুটসাল ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও ট্রফি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত রোববার রাতে সুন্দরপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন মাঠে এ খেলা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সুন্দরপুর ডমিনেটর্স সিনিয়র এর উদ্যোগে আয়োজিত খেলায় ব্রাদার্স এফসি বনাম এইচএমটি স্টার প্রতিদ্বন্দ্বিতা করে। এতে এইচএমটি স্টারের কাছে (ট্রাইবেকারে) ২/৩ গোলে ব্রাদার্স এফসি পরাজিত হয়। খেলায় এইচএমটি স্টারের টিকলু ম্যান অব দ্যা ম্যাচ ও বাবু ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়।

ফাইনাল খেলা শেষে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন, কৃষি ব্যাংক নানুপুর শাখার সিনিয়র কর্মকর্তা আল মুসা মুহাম্মদ মাসুদ। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মুহাম্মদ শহিদুল আজম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা যুবদল নেতা আমিন তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক এম মুরশেদ হাজারী, বিএনপি নেতা ওমর ফারুক মানিক, ব্যবসায়ী মো. আব্দুল কুদ্দুস। খেলা সমন্বয়ক মিনহাজুল ইসলাম, আহমেদ মুন্না ও আকবর হোসেনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী জামাল উদ্দিন, সাংবাদিক সালাহউদ্দিন জিকু, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, ব্যবসায়ী তারেক চৌধুরী, মুহাম্মদ বাহাদুর, আব্দুল জব্বার জাহেদুল ইসলাম, জাহেদ হাসান, শাহেদ, ইমরান উদ্দিন, তায়েম উদ্দিন, বেলাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework