সীতাকুণ্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক বাড়িতে হামলা ভাংচুর আহত ৩ জন। সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ উপর মঙ্গলবার রাতে সাড়ে ১১ টার সময় পূর্ব সক্রতার জের ১০/১৫ জনের সন্ত্রাসী দল মুখোশ পরে ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এই সময়ে বসত ঘর ভাঙচুর করে ৫ বছরের শিশু এনায়েত হোসেন পিতা নুর মোহাম্মদ, আয়েশা আক্তার ( ১৯) স্বামী নুর মোহাম্মদ কে বেদম প্রহার করে। সন্ত্রাসী আজম উদ্দিন ও রহমত উল্লাহ সহ ১০/১৫ জনের একটি গ্রুপ অস্ত্র শস্ত্র নিয়ে নুর মোহাম্মদ কে ধাওয়া করে হামলা করতে না পেরে বসত ঘর ভাঙচুর করে একটি ছাগল কে কুপিয়ে জখম করে। গাড়ি বিক্রি তার ঘরে থাকা নগদ ২ লাখ ৯৫ হাজার টাকা,সাড়ে ৫ রতি ৩ আনা ওজন কানের দুল স্বর্ণ লুট করে নিয়ে যায় বলে নুর মোহাম্মদ জানান।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান জানান মুরাদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হামলার ঘটনা ঘটে বসত ঘর ভাঙচুর করে কয়েক জন কে মার ধর করেছে। এই ঘটনার জন্য এখনো কোন মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।