সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষে ২৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৪ ডিসেম্বর ৩১, ০৪:২২ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে চট্টগ্রামমুখী লেনে তিন গাড়ির সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ৩১ ডিসেম্বর দুপুর ১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকার মোস্তফা সিএনজি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রামমুখী সড়কে দ্রুতগতিতে থাকা হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ছোট পিকআপ ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয়। তাতে পিকআপ ভ্যানটি মোস্তফা পেট্রোল পাম্পের ভিতরে ঢুকে যায়। পরে সামনে থাকা আরেকটি বড় কাভার্ডভ্যানকে পিছন দিক থেকে ধাক্কা দেয় বাসটি। এতে হানিফের চালক, চালকের সহকারিসহ অন্তত ২৫ জন বাস যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয় জনতা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়।

বাসযাত্রী আব্দুল আউয়াল বলেন, ‘বাসের পিছন দিকে আমার সিট ছিল। হঠাৎ পরপর দুটি বিকট শব্দে পুরো বাসটি কেঁপে ওঠে। পিছন দিকের কয়েকজন যাত্রী ছাড়া বাসের প্রায় সব যাত্রী আহত হয়েছেন।’

উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা মো. নুর উদ্দিন রাশেদ বলেন, ‘দুর্ঘটনায় ১৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে গুরুতর আহত সাতজনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।’

বার আউলিয়া হাইওয়ে ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বলেন, ‘দ্রুতগতির একটি বাস পিছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে।’


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework