সীতাকুণ্ডে ডাকাত দলের ছিনতাইকৃত ট্রাক উদ্ধার, আটক ২

মোঃ জাহাঙ্গীর আলম সীতাকুণ্ড প্রতিনিধি।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ নভেম্বর ২৮, ০১:৩০ অপরাহ্ন

সীতাকুণ্ড আবুল খায়ের স্টীলের চুলায় মাল বায়জিদ স্টীল থেকে উদ্ধার।ঘটনার স্থান মদনহাট, সোনাইছড়ি, সীতাকুণ্ড, চট্টগ্রাম। ঘটনার বিবরণ সীতাকুণ্ড থানার আওতাধীন সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরির রড তৈরির কাঁচামাল লোহার স্ক্রাপ (শ্রেডেড) বহনকারী বিসমিল্লাহ ট্রান্সপোর্ট এর মালিকানাধীন ঢাকা মেট্রো ট ১৩-০২-৮৪ ট্রাকটি সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটাস্থ আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরিতে যাওয়ার পথে উপরিউক্ত স্থান এবং সময়ে ট্রাকের চালক কে বন্দি করে ডাকাত দল কর্তৃক ছিনতাই করা হয়। ট্রাকটি স্ক্রাপ সহ রাত আনুমানিক ০১ঃ৫৫ মিনিটের সময় চট্টগ্রাম বন্দর থেকে আমাদের আবুল খায়ের স্টীল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। 

রাত আনুমানিক ০৩ঃ০০ টার সময় ডাকাত দল সাইনবোর্ড (মদনহাট) নামক স্থান থেকে ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। ঘটনার বিস্তারিত জানার পরে আমরা তাৎক্ষণিক সীতাকুণ্ড থানাকে অবহিত করলে এস আই ওমরা খানের নেতৃত্বে একটি টিম এবং আমাদের স্কর্ট টিমসহ উক্ত স্থানের আশে-পাশে তল্লাশি করে ট্রাকটি খুঁজে পাওয়া যায়নি।পরবর্তীতে GPS ট্রাকার এর মাধ্যমে ট্রাকটির লোকেশন ট্রাক করা হলে নাসিরাবাদ বায়েজীদ স্টীল ফ্যাক্টরির ভেতরে পাওয়া যায়।

আমরা বায়েজীদ থানা পুলিশ কে ঘটনার বিস্তারিত জানানোর পরে এস আই আবুল হোসেনের নেতৃত্বে একটি টিম সহ বায়েজীদ স্টীল ফ্যাক্টরিতে পৌঁছালে স্ক্রাপসহ ট্রাকটি বায়েজীদ স্টীল এর স্ক্রাপ আনলোডিং পয়েন্ট এ পাওয়া যায়। পরবর্তীতে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার এস আই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম বায়েজীদ ষ্টীল ফ্যাক্টরিতে এসে স্ক্রাপ সহ ট্রাকটি জব্দ করে উপস্থিত সাক্ষীগণের সাক্ষ্য গ্রহণ করে ছিনতাই এর সাথে জড়িত ট্রাকের সাথে থাকা দুজন কে আটক করে স্ক্রাপ সহ ট্রাক এবং আটককৃত দুজন কে সীতাকুণ্ড থানায় নিয়ে যান।

বর্তমানে স্ক্রাপ সহ ট্রাকটি এবং ছিনতাই এর সাথে জড়িত আটককৃত দুজন সীতাকুণ্ড থানা পুলিশের হেফাজতে রয়েছে।সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেছেন আসামি গ্রেফতার রয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework