সীতাকুণ্ডে গলায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ Jun ০১, ১১:৪০ পূর্বাহ্ন
সীতাকুণ্ড উপজেলার জাফরাবাদ এলাকায় লিজা আকতার (২০) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিজ বাড়িতে মঙ্গলবার (১ জুন) সকাল ৭টার দিকে ভীমের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। লিজা আক্তার ওই এলাকার মো. বাবুল মিয়ার মেয়ে। নগরের প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নিহতের বাবা বাবুল মিয়া বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে ডাকাডাকি করলেও তার কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দেখি সে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আত্মহত্যা করার মতো কোনো কারণ আমরা এখনো জানি না।’ এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সীতাকুণ্ড থেকে সকাল পৌনে ১০টার দিকে এক কলেজছাত্রীকে চমেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক ধারণায় বলা হয়েছে, মেয়েটি আত্মহত্যা করেছেন। লাশ এখনো জরুরি বিভাগেই রাখা আছে।’

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework