সীতাকুণ্ড গুলিয়াখালী সাগর পাড়ে তালগাছের চারা রোপন

সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ মে ০২, ০৫:২৫ অপরাহ্ন

সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালীতে 'সবুজ চুড়ি আন্দোলন এর মাধ্যেম ২৫'শ তালগাছের চারা রোপনের উদ্বোধন করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।

২ মে (বৃহস্পতিবার) সাড়ে ৯ টায় গুলিয়াখালী বিচ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও ইপসা'র উদ্যোগে বেঁড়িবাধের দুই পাশে ১ কিলোমিটারের বেশি জায়গায় তালগাছ রোপন করা হয়।

৩০ হাজার গাছের মধ্যে ২৫০০ তালগাছ ও ২৫০০ গোলপাতা গাছ রোপন করতে সক্ষম হয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও স্থায়ীত্বশীল উন্নয়ন সংগঠন ইপসা।

এশিয়ান ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং গবেষক ড.মোসে সেলভাকুমারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভাইস চ্যান্সেলর  হিউ মার্টিন, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী,  মুরাদপুর ইউপি চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার, উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মোঃ কামাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সীতাকুণ্ড মুখপাত্র এস এম তারেক, যুব উন্নয়ন অফিসার মোঃ শাহ আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীণ বেঙ্গল প্রজেক্টের সহকারি প্রকল্প পরিচালক নুজাবা তাসান্নুম ও হাকিম মোল্লা।  

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯টি দেশের  শিক্ষার্থী ছাড়াও স্থানীয় যুবক ও নারী স্বেচ্ছাসেবকগণ এই বৃক্ষ রোপনে অংশ গ্রহণ করেন। যার নাম দেওয়া হয়েছে "সবুজ চুড়ি আন্দোলন"।  অর্থাৎ সবুজ বৃক্ষরাজী (তালগাছ, গোলপাতা, বাইন, সুন্দরী, খেজুর) যখন সীতাকুণ্ড উপকূলীয় এলাকায় বড় হবে তখন দূর থেকে দেখে মনে হবে চুড়ির মত করে উপকূলকে পড়িয়ে দেওয়া হয়েছে।

যা মহাপ্রলয়ংকারী ঘূর্ণীঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে বুক পেতে দিবে উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষার জন্য।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework