সিএমপি ট্রাফিক উত্তরের অভিযানে অবৈধ, কাগজপত্রবিহীন ও প্রবেশ নিষিদ্ধ শতাধিক যানবাহন আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত : শনিবার, ২০২৪ মে ১৮, ০৫:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগর খুলশী থানাধীন ২ নাম্বার গেট এলাকায় বিশেষ অভিযানে অবৈধ, কাগজপত্রবিহীন ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ মোট শতাধিক যানবাহন আটক করেছে ট্রাফিক উত্তর বিভাগ।

আজ শনিবার সকাল ১০টা থেকে মেয়র গলির সামনে থেকে এসি ট্রাফিক নর্থ মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

অভিযানে মহানগর এলাকায় প্রবেশ নিষিদ্ধ গ্রাম সিএনজি, ম্যাক্সিমা, মিনি ট্রাক, সবুজ টেম্পু, মোটরসাইকেল
আটক করে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসি ট্রাফিক নর্থ মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন। এ অভিযানে অংশ নেন টিআই পাঁচলাইশ মোঃ মাসুদুর রহমান, সার্জেন্ট শাহীন মৃধা ও মোঃ মহিউদ্দিন

অভিযানের বিষয়ে মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জয়নাল আবেদীন (অতিরিক্ত ডিআইজি) স্যারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ, ফিটনেসবিহীন ও রোড পারমিট বিহীন গাড়ির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework