সিআইপি নির্বাচিত এমরান খান সজীব: মধ্যপ্রাচ্যে সফলতার স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২৪ ডিসেম্বর ১৯, ০৬:২৪ অপরাহ্ন

হাটহাজারী উপজেলাধীন গুমানমর্দন ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাদেক নগর এলাকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মুহাম্মদ এমরান খান সজীব বুধবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সিআইপি সনদ গ্রহণ করেছেন। ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মধ্যপ্রাচ্যে সফল ব্যবসায়ী হিসেবে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ২০২৫ সালের জন্য তিনি সিআইপি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি ২০২৪ সালে রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং এবারসহ তিনি দুইবার সিআইপি নির্বাচিত হলেন।

তিনি ঐ এলাকার বোদা গাজীর বাড়ি বদিউর রহমান (প্রকাশ মিয়ার) পুত্র। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। বিগত ১৬ বছর ধরে তিনি মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন এবং সেখানে একটি সুপার মার্কেট এবং লেডিস পার্সেল শপ প্রতিষ্ঠা করেছেন।

গত বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে সরকার কর্তৃক নির্বাচিত সিআইপি এমরান খান সজীবের হাতে সিআইপি সনদ তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন স্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মো. সরোয়ার আলম, উপ-সচিব (কল্যাণ), স্বাক্ষরিত এক পত্রে তাঁকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সনদ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।

পত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে উল্লেখ করা হয়:
"আমরা আপনাকে জানাতে অত্যন্ত আনন্দিত যে, আপনি ২০২৫ সালের জন্য সিআইপি (এনআরবি) হিসাবে নির্বাচিত হয়েছেন। এটি আপনার মাতৃভূমির অর্থনীতিতে আপনার অবদানের স্বীকৃতি। আমরা আপনার কৃতিত্বের জন্য গর্বিত এবং এই পুরস্কার আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের আনন্দিত করবে বলে প্রত্যাশা করি।"


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework