সাহাব্দী নগরে শ্রী শ্রী মগদেশ্বরী মাতৃ মন্দিরের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২২, ১২:২২ অপরাহ্ন

সাহাব্দী নগর মধ্য পারুয়া সার্বজনীন শ্রী শ্রী মগদেশ্বরী মাতৃ মন্দির ও মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী চণ্ডী পাঠ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সঙ্গীতাঞ্জলি এবং অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

২০, ২১ ও ২২ ডিসেম্বর, শুক্র, শনি ও রোববার—এই ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভ অধিবাস এবং মহানামযজ্ঞ সংকীর্তন অন্তর্ভুক্ত ছিল।

শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সেবক বৈষ্ণব দাসী সনাতন গৌর দাস (সঞ্জয়)।
কৃষ্ণলীলা ও গৌরলীলা পরিবেশন করেন শ্রী সমীর দে।
মহানামযজ্ঞ সংকীর্তন পরিবেশন করেন শ্রী গুরু অচ্যুতানন্দ সম্প্রদায়, শ্রী গৌর সুন্দর সম্প্রদায়, শ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায় এবং শ্রী সত্যনারায়ণ মন্দির সম্প্রদায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বজনীন শ্রী শ্রী মগদেশ্বরী মাতৃ মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন দাশগুপ্ত এবং সাধারণ সম্পাদক শ্রী লক্ষণ মালাকার।
দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক ঝুলন দত্ত, অপু দাশগুপ্ত, সমীর দাশগুপ্ত, শ্যামল দাশগুপ্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি মিঠুন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক রাসেল চক্রবর্তী (রাজেশ), অর্থ সম্পাদক শ্রী কৃষ্ণ মালাকার, সাংগঠনিক সম্পাদক শ্রী নারায়ণ মালাকার, রয়েল নন্দী, পুলক দাশ, অভি দাশগুপ্ত, মুন্না চৌধুরী, নয়ন মজুমদার, রিপন মালাকার, রবিন দাশগুপ্ত, শ্রাবণ দাশগুপ্ত এবং সয়ন দাশগুপ্ত প্রমুখ এই আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন।

উক্ত মহতী অষ্টপ্রহর মহোৎসবে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার পূণ্যার্থী ভক্তবৃন্দ সমবেত হন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework