সাময়িক বরখাস্ত আদেশ খারিজ, স্বপদে বহাল চাম্বলের চেয়ারম্যান মুজিবুল

নিজস্ব প্রতিবেদক,বাঁশখালী, চট্টগ্রাম।
প্রকাশিত : রবিবার, ২০২৪ এপ্রিল ০৭, ০১:১৬ অপরাহ্ন

সাময়িক বরখাস্ত আদেশ খারিজ হয়ে স্বপদে বহাল আদেশ বাঁশখালীর চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

জানা যায়, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেয়ার ঘটনায় গত ২৯ ফেব্রুয়ারি ২৪ ইং তারিখে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, ইউপি -১ শাখার সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়।

এতে আইনের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হয়ে দীর্ঘ একমাসের অধিক ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার পর সাময়িক বরখাস্ত আদেশ খারিজ হয়ে স্বপদে বহাল আদেশ ফিরে পেয়েছেন চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

স্বপদে বহাল আদেশ পাওয়া চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী বলেন, আইনগত জটিলতার কারণে দীর্ঘ একমাসের অধিক সময় ধরে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম পরিচালনা থেকে বিরত ছিলাম, এলাকাবাসীর দোয়া ও আল্লাহর রহমতে সাময়িক বরখাস্ত আদেশ খারিজ হয়ে স্বপদে বহাল আদেশ ফিরে পেয়ে পূর্বের ন্যায় পুনরায় পরিষদের কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ হয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় করছি।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি নির্দেশনা প্রেরণ করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework