সাতকানিয়ায় চবি ছাত্রলীগ নেতা আজাদ হোসেন সাব্বিরকে ছাত্রলীগের সংবর্ধনা

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ সেপ্টেম্বর ১৯, ০৬:২৫ অপরাহ্ন

সদ্য ঘোষিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে গণশিক্ষা বিষয়ক উপ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাতকানিয়ায় সংবর্ধনা দিয়েছে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে সাতকানিয়ার বাজালিয়ায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন সাকিবের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৌফিকুল ইসলাম চৌধুরী, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট শোয়েব আলী চৌধুরী, আওয়ামী লীগ নেতা  নূর মোহাম্মদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয় উপ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আবু সাঈদ চৌধুরী,বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ মীর,অলি আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা মোঃ লতিফুর রহমান সহ প্রমুখ।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক উপ সম্পাদক আজাদ হোসেন সাব্বিরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান নেতাকর্মীরা।

পরে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা বাজালিয়া স্টেশন এলাকায় জড়ো হয়ে আনন্দ মিছিল করে,মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজালিয়া বাজার এলাকায় শেষ হয়।

এর আগে আজাদ বাজালিয়া পৌছালে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগ এবং অলি আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে বাজালিয়া স্টেশন এলাকায় নিয়ে আসা হয়। স্টেশনে পৌঁছে তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান চৌধুরী, ফাহিম আহমেদ, মোঃ মিজানুর রহমান, নুরুল ইশতিহাক অপি,রাকিব হোসেন রকি, আতিক মনোয়ার আরমান, আশরাফুল আলম আদিল, আকিব শাহ,মোঃ রিয়াদ,মোঃ আদনান সহ প্রমুখ।

আজাদ হোসেন সাব্বির চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। এর আগে তিনি সাতকানিয়া সনামধন্য শেরে বাংলা উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework