সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ও উপস্থিতির গুরুত্ব নিয়ে হাটহাজারীতে আলোচনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ১৫, ১২:২৬ অপরাহ্ন

কোন ঘটনা ঘটলে ফোন করে তথ্য নেয়া বা অনুমান করে রিপোর্ট করলে তাতে অনেক সময় বড় ধরনের ভুল হয়। ভুল রিপোর্টে ঘটনার মোড় অন্যদিকে রূপ নেয় সেটা আর বস্তুনিষ্ঠ রিপোর্টের পর্যায়ে পড়েনা তাই প্রত্যেকটা সাংবাদিকের উচিত ঘটনাস্থলে বিশেষ করে অনুসন্ধানী রিপোর্টের ক্ষেত্রে উপস্থিত হয়ে রিপোর্ট করা। ঘটনাস্থলে নিজে উপস্থিত হয়ে একটু মনোযোগ দিলে দেখা যাবে অপর একটি সুন্দর রিপোর্ট বেরিয়ে আসে। শনিবার হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নব-নির্বাচিত কার্যকরী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। উপজেলার ১১ মাইল এলাকার এল পার্ক কিডস জোনে নব-নির্বাচিত সভাপতি মোঃ আসলাম পারভেজের সভাপতিত্বে শুরুতে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। 


সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথ, বাংলাদেশ জামায়াত ইসলামি বাংলাদেশের উপজেলা আমির ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট রিয়াদ, সমাজসেবক আবুল হাশেম, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল বাশার, অ্যাডভোকেট মোঃ ইসমাইল, এবি পার্টির জেলা সমন্বয়ক সাংবাদিক ন. ম জিয়াউল হক চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি শ্যামল নাথ, বাংলাদেশ প্রেস ক্লাব (আরব আমিরাত) মোদাচ্ছের শাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, বিএনপি নেতা ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকের হোসাইন, হাটহাজারী পৌরসভা কাচারী সড়ক বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাবু, মোহনা টিভির রিপোর্টার কবির শাহ দুলাল, উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জল, হাটহাজারী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দীন আহমদ মিজান, ওয়ান ডায়াগনস্টিকের চেয়ারম্যান সোহেল রানা, উজ্জীবন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম হেলাল উদ্দীন, চবি'র সাংবাদিক মোঃ সালাউদ্দীন সাকিব, নলেজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওসমান, হাটহাজারী পৌরসভা কৃষকদলের আহবায়ক(প্রার্থী) হাবিবুর রহমান, সাবেক পুলিশ ইন্সপেক্টর গোবিন্দ দাশ, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজ, গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ। 


স্বাগত বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন। সভায় বক্তারা আরো বলেন, উত্তর চট্টলায় হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ সসম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে গোপন ব্যালটের মাধ্যমে ২৬ নভেম্বর যে নির্বাচন করেছেন তা ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যতেও গণতন্ত্র বজায় রাখবে এ প্রত্যাশা রইল তাদের প্রতি। এসময় বক্তারা হাটহাজারীর যানজট নিরসন, চার লেন সড়ক নির্মাণ, খাদ্যে ভেজাল, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, কিশোর গ্যাং, হালদা নদীসহ বিভিন্ন সমস্যা লেখনীর মাধ্যমে জাতির সামনে উপস্থাপনের অনুরোধ জানান সাংবাদিকদের প্রতি। সাংবাদিকদের যে কোন সমস্যায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন আগত অতিথিরা। 


এদিকে আলোচনা সভার শুরুতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। কমিটির অন্যান্যদের মধ্যে শপথ বাক্য পাঠ করেন, সহ সভাপতি জাহেদ মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, সহ সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, অর্থ সম্পাদক আবুল মনছুর, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, প্রচার সম্পাদক মোঃ ওসমান গনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিমন মুহুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দীন সাইফ। এই সময় গ্রীণ হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিকের পরিচালক মোঃ আবিদুল ইসলাম, কলামিস্ট নয়ন চৌধুরী, মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী, মোঃ মহিউদ্দিন, মোঃ মুরসালিন, মোঃ আসিফসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন এল পার্ক কিডস জোনের স্বত্বাধিকারী মোঃ রাশেদ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework