সমিতির হাটে বখতেয়ার সাইদ ইরানের আনারস প্রতীকের প্রচারণার মাঠ সরগরম

ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত : রবিবার, ২০২৪ মে ১২, ০৩:৫২ অপরাহ্ন

চট্টগ্রামে ২য়,ধাপে ফটিকছড়ির আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীরা নির্ঘুম প্রচার প্রচারণায় ব্যস্ত। তারই ধারাবাহিকতায় ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বখতেয়ার সাঈদ ইরান তার আনারস প্রতীকে ভোট চেয়ে ব্যাপকভাবে প্রচার প্রচারণায় ব্যস্ত দিন পার করছেন।

১১ মে শনিবার ফটিকছড়ির ১৯ নং সমিতিরহাট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বাজারে রাস্তাঘাটে গনসংযোগ পথসভা করেন চেয়ারম্যান প্রার্থী ইরান এবং সমর্থকরা। ইরানের আনারস প্রতীকের সমর্থনে গনসংযোগ শুরু হয় সমিতিরহাটের হালদারকূল আনন্দ বাজার থেকে। প্রতিটি ওয়ার্ডে গনসংযোগ পথসভা শেষে সমিতিরহাট বাজারে ইরানের আনারস প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণা অফিসের উদ্বোধন করা হয়।

অফিস উদ্বোধনকালে এমএ ছবুরের সঞ্চালনায় এটিএম আহসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আকারে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয় এসময় বক্তব্য রাখেন আবু তৈয়ব ভূঁইয়া,অ্যাডভোকেট অহিদুল্লাহ,শাহজালাল জনি,মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, শেখ রুহুল আমিন ভূঁইয়া, সোয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন,রোসাংগিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব আল ছালেহীন,জাফতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া,ফটিকছড়ি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ, শাহনেওয়াজ চৌধুরী,খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শোহরাব হোসেন,লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরোয়ার উদ্দিন চৌধুরী শাহিন,এবং প্রার্থী বখতেয়ার সাঈদ ইরান।

বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বখতেয়ার সাঈদ ইরানকে জয়যুক্ত করতে সবাই আনারস প্রতীকে ভোট প্রদান করবেন। বক্তারা আরো বলেন ইরান একজন মুক্তিযুদ্ধের সন্তান সু-শিক্ষিত নম্রভদ্র যোগ্য ব্যক্তি এরকম একজন প্রার্থী পেয়ে ফটিকছড়িবাসী ধন্য তাইতো আগামী ২১ তারিখ নির্বাচনে ইরানকে ফটিকছড়ির উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়যুক্ত করে ফটিকছড়ির উন্নয়নকে আরো এগিয়ে নিতে ইরানের বিকল্প নাই।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework