সন্দ্বীপে কথিত আওয়ামী সমন্বয়কের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২৫ জানুয়ারী ১৪, ০৩:২০ অপরাহ্ন

চট্টগ্রামের সন্দ্বীপে কথিত এক আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও কথিত সমন্বয়কের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৪ জানুয়ারি সকাল ১০টায় স্থানীয় মগধরা ইউনিয়নের প্যালিশার বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল মান্নান, মগধরা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল সওদাগর, মগধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, মগধরা ইউনিয়ন যুবদলের সদস্য শরিফ খান, মগধরা ইউনিয়ন জাসাসের সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী এবং আরও শতাধিক এলাকাবাসী।
বক্তারা বলেন, আওয়ামী লীগ করা শামসুল আজম মুন্না সন্দ্বীপের বিভিন্ন জায়গায় নিজেকে সমন্বয়ক দাবি করে মানুষকে হয়রানি করে আসছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework