শেরে বাংলা স্কুলের নব নির্বাচিত সভাপতি আকতার কামাল চৌধুরীকে ৯৯ ব্যাচের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ অক্টোবর ০৩, ১২:৪৪ পূর্বাহ্ন

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরে বাংলা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদে নব নির্বাচিত সভাপতি জনাব আকতার কামাল চৌধুরী কে ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে স্হানীয় এক রেস্টুরেন্টে সংবর্ধনা দেওয়া হয়। 

৯৯ ব্যাচের ছাত্র সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জালাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাবেক মেধাবী ছাত্র মোজাফফর আহমদ। 

এতে স্বাগত বক্তব্য রাখেন ৯৯ ব্যাচের মেধাবী ছাত্র শহীদুল্লাহ কায়সার, বক্তব্য রাখেন জহিরুল ইসলাম, ইফতেখার আহমদ চৌধুরী রাজিব, প্রবীর দাশ, মন্জুরল ইসলাম, আব্দুল কাদের, নুরুল আমিন সহ প্রমুখ। 

সংবর্ধিত অতিথি আকতার কামাল চৌধুরী তার বক্তব্যে সকলকে সমাজে শিক্ষা বিস্তারে আরো সচেতন হওয়ার আহ্বান জানান। 

তিনি বলেন, যুব সমাজ জাগলে তাদের আর দমিয়ে রাখা যায় না। তারা সকল বাধাঁ বিপত্তি অতিক্রম করে সিন্ধু সেচেঁ মনি মুক্তার সন্ধানেও ভয়কে উপেক্ষা করে এগিয়ে যায়। তিনি ৯৯ ব্যাচের সকলকে বিদ্যালয় উন্নয়নের ভূমিকায় এগিয়ে আসার আহবান জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework