লোহাগাড়ায় সাংবাদিক-ছাত্র প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ২০২৪ ডিসেম্বর ২২, ১২:১৯ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানে দৈনিক পূর্বকোণ পত্রিকার সহ-সম্পাদক ওমর ফারুক মাসুম ও ছাত্র প্রতিনিধি এইচআর শহীদের ওপর আওয়ামী লীগের দোসর ইউপি সদস্য হাবিবুর রহমানের সশস্ত্র হামলার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র প্রতিনিধি হুমায়ন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতকানিয়া-লোহাগাড়ার সমন্বয়ক তামিম মির্জা, লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, হামলার শিকার সাংবাদিক ওমর ফারুক মাসুম, ব্যবসায়ী এম ওসমান ফারুক, সমাজসেবক নুরুল আলম চৌধুরী নুরু, হাফেজ শওকত আলীসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীসহ শতাধিক লোকজন অংশ নেন।

মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাবিব মেম্বারসহ তার বাহিনীর সকল সদস্যকে গ্রেপ্তার করার জন্য আল্টিমেটাম দেন বক্তারা।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দুপুরে কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে এক বিচার প্রার্থীকে মারধরের প্রতিবাদ করায় সাংবাদিক ওমর ফারুক মাসুম ও ছাত্র প্রতিনিধি এইচআর শহীদের ওপর সশস্ত্র হামলা চালায় ইউপি মেম্বার হাবিবের নেতৃত্বাধীন একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে তার অ্যাপল ওয়াচ ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework