লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ মার্চ ২১, ০১:৩৭ অপরাহ্ন

লোহাগাড়ার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।  

সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতরা হলেন- লোহাগাড়ার আমিরাবাদ ঝাঁকুয়াবির পাড়া এলাকার মৃত নাছির উদ্দিনের পুত্র প্রিমিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী মুুহাম্মদ হারুনুর রশিদ (২৭), চসিক ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক জাহানের পুত্র রিজভী শাকিল, সাইফুল ইসলাম, খোরশেদ আলী ও মনসুর আলী।  

দোহাজারী হাইওয়ে থানার ওসি মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে (চট্টমেট্রো-গ ০০৫২) ৪ যুবক কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। আমিরাবাদ পৌঁছার পর তাদের আরেক বন্ধু গাড়িতে উঠেন। আধুনগর বাজারে পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রাকের সাথে (চট্টমেট্রো-ট ০৩১৫) প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, লোহাগাড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রীকে সকাল পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework