লালখান বাজার ওয়ার্ডে ইফতার বিতরণ করলেন -মেয়র মো. রেজাউল করিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২০২৪ মার্চ ২৫, ০৩:১০ অপরাহ্ন

লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মোঃ বেলালের উদ্যাগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ রোববার বিকালে শহীন নগর সিটি কর্পোরেশন বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার অসহায় ও দরিদ্র প্রায় দুই হাজার পরিবারের মাঝে ইফতার সমগ্রী বিতরণ করা হয়।

সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

সে সময় তিনি বলেন, সমাজের নিম্ন আয়ের মানুষের অসহায়ত্বের কার ভেবে ওয়ার্ড কাউন্সিলর বেলাল যে বদান্যতা দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। সমাজের অসহায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে বৃত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর আবদুস সালাম মাসুম, সংরক্ষিত  কাউন্সিলর আনজুমারা বেগম, আওয়ামী লীগ নেতা আমজাদ হাজারী, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, সনত বড়ুয়া বড়ুয়া, আনোয়ার হোসেন, বিশ্বজিৎ চৌধুরী, তপন সিং, সাধন সিং, আকবর আলী, আলমগীর, সাজ্জাদ প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework