লকডাউনের আগেই শপিংমলে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ এপ্রিল ০৪, ১২:২৭ অপরাহ্ন
প্রশাসনের নানা উদ্যোগের পরও স্বাস্থ্যবিধি মানতে এখনও উদসীন সাধারণ জনগণ। মাস্ক ছাড়াই নগরের বিভিন্ন শপিংমল এবং বাজারগুলোতে কেনাকাটা করছে সাধারণ মানুষ। দেখে বোঝার উপায় নেই দেশে এই দিন আক্রান্ত হয়েছে ৫ হাজারেরও বেশি মানুষ। সোমবার থেকে লকডাউনের খবর শুনে অনেকেই বেরিয়েছেন নিজের প্রয়োজনীয় কাজটি সারতে। নগরের টেরিবাজারে শপিং করতে আসা সামশুল আলম নামে এক ব্যক্তি জানান, সোমবার থেকে সারাদেশ লকডাউনে যাচ্ছে। সময়টা এক সপ্তাহ বললেও কখন খুলবে তা বলা যায় না। তাই কিছু প্রয়োজনীয় কেনাকাটা সারতে শপিংয়ে আসতে হয়েছে।

গরীর বিভিন্ন স্থানে সরেজমিন ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। জহুর হকার্স মার্কেটে দেখা মিলেছে উপচেপড়া ভিড়। অনেকের মুখেই ছিল না মাস্ক। আবার মাস্ক থাকলেও অনেকে ঝুলিয়ে রেখেছেন থুতনিতে, কেউ গলায়, কেউ কোমরে।

অন্যদিকে শারীরিক দূরত্ব মানতেও স্পষ্ট অনীহা চোখে পড়েছে। ভিড় করে মার্কেটের প্রবেশপথে চলাচল করছিলেন ক্রেতা-বিক্রেতারা।

শুধু শপিংমল নয় ৭ দিনের লকডাউনের খবরে মুদি ও কাঁচাবাজারেও ভিড় করছেন সাধারণ মানুষ। রিজিয়া পারভিন নামে এক নারী বলেন, সরকার ৭ দিনের জন্য লকডাউন দিয়েছে। এই ৭ বাসা থেকে বের হওয়া যাবে না। তাই প্রয়োজনীয় বাজার সদাই কিনে রাখছি।  দোকানদাররা বলছেন, লকডাউনের খবরে মানুষ প্রয়োজনের অতিরিক্ত জিনিস কিনে মজুদ করছে। এতে বাজারে সাময়িকভাবে সংকট তৈরি হচ্ছে। ফলে বেশ কিছু পণ্যের দাম ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। এদিকে করোনা মোকাবিলায় চট্টগ্রামে শতভাগ প্রস্তুতির কথা জানিয়েছেন জেলা প্রশাসক মমিনুর রহমান। শনিবার (৩ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি জানান, করোনা মোকাবিলায় গতবছরের চেয়ে ভালো প্রস্তুতি রয়েছে। গতবারের মত এবার সমস্যা হবে না। এসময় সরকারি নির্দেশনাসমূহ মেনে চলছে কিনা তা তদারকিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম মাঠে থাকবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework