চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাটে হোসাইনিয়া তৈয়্যবিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার রানীরহাট হোসাইনিয়া তৈয়্যবিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার ক্যাম্পাসে এ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মঈনুল আলম মুবিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ ওসমান গণি। বিশেষ অতিথি ছিলেন আল্লামা মোজাম্মেল হোসাইন নঈমী।
মাওলানা হাফেজ ইকবাল হোসেন রুমির সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা হাফেজ আবু বকর। বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা শওখন হোসেন, সহ-কোষাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম, মুফতি সরওয়ার উদ্দিন, সংগঠক মাওলানা আব্দুল খালেক, আরিফুল ইসলাম রেজভী প্রমুখ।
অনুষ্ঠান শেষে হোসাইনিয়া তৈয়্যবিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার ভর্তিকৃত শিক্ষার্থীদের সবক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা ওসমান গণি আলকাদেরী। পরে ইমাম হোসাইন (রাঃ) নুরানী একাডেমির শ্রেণি ভিত্তিক মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।