উত্তর চট্টগ্রামের সবচেয়ে প্রসিদ্ধ ও বড় বাজারের মধ্যে অন্যতম রাঙ্গুনিয়া রানীরহাট বাজার। এ বাজারে চট্টগ্রাম শহর ও রাঙ্গামাটিসহ বিভিন্ন স্থান থেকে আসা সামুদ্রিক ও জলাশয়ের বিভিন্ন মাছ প্রতিদিন লক্ষ লক্ষ টাকা দামে বিক্রি হয়ে থাকে। ক্রেতারা মাছ কিনে একি স্থানে মাছ কাটতে কাটিয়াদের দিলে আশেপাশে অতিরিক্ত ভিড় হওয়ায় মাছ বিক্রেতাদের বিড়ম্বনায় পড়তে হয়। এছাড়াও নিদিষ্ট কোন স্থান না থাকায় মাছ কাটিয়াদের পড়তে হয় চরম বিপাকে। অনেক সময় মাছ বিক্রেতা বাড়লে স্থান ছেড়ে দিতে হয় তাদের।
অবশেষে দীর্ঘদিন পর এবার ৬ জন মাছ কাটিয়াদের স্থায়ীভাবে নিদিষ্ট স্থান করে দিল রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় মাছ কাটিয়াদের নতুন স্থানের ফিতা কেটে অনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ও রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক মুহাম্মদ ইউনুস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন লিটন, রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির মাছ ব্যবসায়ী মুহাম্মদ করিম প্রমূখ।