রাঙ্গুনিয়ায় হযরত কাতাল শাহ তাহেরিয়া নূরানী মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
প্রকাশিত : বুধবার, ২০২৪ নভেম্বর ২৭, ০১:২৭ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড গুচ্ছ গ্রামে হযরত কাতাল শাহ তাহেরিয়া সুন্নীয়া নূরানী মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকালে মাদ্রাসার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন রাজানগর ইসলামপুর সুন্নী ঐক্য পরিষদের সভাপতি সংগঠক দিদারুল আলম, আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার প্রভাষক এইচ এম তারেক হোসাইন, রানীরহাট ফাজিল মাদ্রাসা'র শিক্ষক মাওলানা আব্দুল খালেক, হযরত কালাত শাহ তাহেরিয়া সুন্নীয়া নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুনির উদ্দিন মুহাম্মদ আরমান, গুচ্ছ গ্রামের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. পারভেজ প্রমুখ।

এলাকায় দ্বীন ও আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে হযরত কালাত শাহ তাহেরিয়া সুন্নীয়া নূরানী মাদ্রাসাটি গত ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশ এর দ্বারা পরিচালিত হয়। প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞ পরিচালনা কমিটি ও দক্ষ শিক্ষক পাঠদান ও পরিশ্রমের ফলে এলাকায় বেশ সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে প্রতিষ্ঠানটি'র স্থায়ীকরণের লক্ষ্যে স্থান পরিবর্তন করে গুচ্ছগ্রামে নেওয়া হয়েছে।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম।
সম্পাদকীয় কার্যালয় : এম.এম টাওয়ার (৮ম তলা, লিফট-৭), সানমারের উত্তর পাশে, জিইসি মোড়, চট্টগ্রাম

মোবাইল : +880 1844 29 28 58
ই-মেইল : newsoffice.24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework