রাঙ্গুনিয়ায় যুবসেনার নতুন কমিটির অভিষেক ও বিজয় দিবস উদযাপন

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি।
প্রকাশিত : শনিবার, ২০২৪ ডিসেম্বর ২১, ০৪:১৩ অপরাহ্ন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ ইসলামী যুবসেনার ১নং রাজানগর ইউনিয়ন শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় রানীরহাট ফাজিল মাদ্রাসা হলে ইউনিয়ন যুবসেনার সভাপতি মাওলানা সাইদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাসুদ, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিভাগীয় যুবসেনা সাংগঠনিক সম্পাদক এইচ এম শহিদুল্লাহ, প্রধান বক্তা ছিলেন উপজেলা উত্তর যুবসেনার সাধারণ সম্পাদক এইচ এম তারেক হোসাইন।

ইউনিয়ন যুবসেনার সাধারণ সম্পাদক এমরান হোসেন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোজাম্মেল হোসাইন নঈমী, রাজানগরের সভাপতি মাওলানা নুরুন্নবী আলকাদেরী, উপজেলা ইসলামী ফ্রন্টের আইন বিষয়ক সম্পাদক দিদারুল আলম, ইউনিয়ন যুবসেনার সাবেক সভাপতি এইচ এম আনোয়ার হোসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রসেনার সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক, মুহাম্মদ জমির উদ্দিন, ইসলামপুর ইউনিয়নের সভাপতি হাফেজ মনির উদ্দিন মুহাম্মদ আরমান, কাতার প্রবাসী মুহাম্মদ রিয়াদ, ইউনিয়ন ছাত্রসেনার সভাপতি আহম্মদ মোস্তফা রেজা, ইসলামপুর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ নুরুন্নবী।

বক্তারা আগামীতে ইউনিয়ন ও ওয়ার্ড যুবসেনাকে আরো শক্তিশালী করার আহবান জানান। এছাড়াও মুফতি গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


সম্পাদক ও প্রকাশক : মো: শামসুল কবির শাহীন
ব্যবস্থাপনা পরিচালক: মোহাম্মদ হুমায়ুন কবির
নির্বাহী সম্পাদক:এম.এ কাইয়ুম

■ অফিস  :
প্রধান কার্যালয় : ২৪, গার্ডেন ভিউ, বায়েজিদ-ফৌজদারহাট লুফ রোড (লিংক রোড), ৬নং ব্রীজ, বায়েজিদ, চট্টগ্রাম, বাংলাদেশ।
সম্পাদকীয় কার্যালয় : চৌধুরী সেন্টার, (এডুকেশন বোর্ডের বিপরীতে), (লিফট–০৬), ২২৫ সিডিএ অ্যাভিনিউ, মুরাদপুর, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +88 01822-90 93 20
ই-মেইল : newsdesk24tv@gmail.com

কপিরাইট © 2018-2023 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework